পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান

ফাতরার বন


ফাতরার বন         

       
জেলা  :   à¦¬à¦°à¦—ুনা
উপজেলা  :   à¦¤à¦¾à¦²à¦¤à¦²à¦¿

সমুদ্রের মহনা ঘেঁষে গড়ে ওঠা একটি বন এই ফাতরার বন। বরগুনা উপজেলার তালতলী উপজেলায় অবস্থিত হলেও এখানে আসার সবচেয়ে সহজ পথ হল পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা সৈকত থেকে। এটি একটি জনপ্রিয় পর্যটন স্পট। কুয়াকাটা সমুদ্র সৈকতে অবস্থিত বেশ কিছু ট্যুরিষ্ট গাইড সংস্থা এই স্থানটিতে ঘুরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করে থাকে। তবে নিজেও নৌকায় করে এখানে আসা যাবে। গহীন অরণ্যে ঘুরে বেড়াতে চাইলে এখানে আসতে পারেন। বনে পাখিদের কলরব পর্যটকদের সত্যিকারের বন-ভ্রমনের আনন্দ এনে দিবে। ফাতরার বনের এক প্রান্তে সমুদ্র তীরে উপভোগ করতে পারবেন লাল কাঁকড়ার ছুটোছুটি। এসকল কাঁকড়া ঘরতে গেলে দেখবেন হটাৎ করেই তারা মাটির গর্তে চলে গেছে। এই বনে পর্যটকদের বসার জন্য তৈরি করা হয়েছে কংক্রিটের ব্রেঞ্চ। সবমিলে উপভোগ করতে পারবেন এখানের পরিবেশকে।




.         

ফাতরার বনে ঘুরে আসতে চাইলে বরগুনা জেলার আমতলী উপজেলা হতে পটুয়াখালীর কুয়াকাটাগামী বাস কিংবা মোটরসাইকেলে করে কুয়াকাটা এসে সেখান থেকে নৌকাযোগে আসতে হবে।



Last Updated Date of This Artical : 0000-00-00



      Share This on FB          


বরগুনা  জেলার অন্যান্য দর্শনীয় স্থান  

বরগুনা  জেলার হোটেল/মোটেল  
Hotel Sea View (Type: Hotel)
Barguna Sadar, Barguna


বরগুনা  জেলার রেস্টুরেন্ট/ফাস্ট-ফুড  

বরগুনা  জেলার রিসোর্ট  

বরগুনা  জেলার আইন-শৃংখলা বাহিনী  
Amtali     :     OC Amtali Police Station     :     01713-374354
Bamna     :     OC Bamna Police Station     :     01713-374357
Barguna Sadar     :     OC Barguna Police Station     :     01713-374353
Betagi     :     OC Betagi Police Station     :     01713-374356
Pathorghata     :     OC Pathorghata Police Station     :     01713-374355
Taltali     :     OC Taltali Police Station     :     01713-374358

বরগুনা  জেলার ট্যুরিস্ট পুলিশ  

বরগুনা  জেলার শপিং মল  


পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান